ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পেট্রোলিয়াম জেলির নানান ব্যবহার

দৈনন্দিন জীবনে ঠোঁটে ছাড়া আরও বিভিন্ন কাজে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যায়। চলুন জেনে নেই সে সম্পর্কে :

– পারফিউম ব্যবহারের আগে পালস পয়েন্টগুলোয় সামান্য পেট্রোলিয়াম জেলি ঘষে নিন। গন্ধ দীর্ঘক্ষণ থেকে যাবে।

– মুখে ছোট ছোট চুল উড়ে এসে পড়ছে? আঙুলে অল্প পেট্রোলিয়াম জেলি নিয়ে ঘষে চুলের উপর বুলিয়ে দিন।

– ভ্রুর শেপ সুগঠিত করতেও পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন।

– মুখে বাড়তি উজ্জ্বলতা আনতে হাইলাইটার হিসেবে মুখের হাই পয়েন্টগুলোয় খুব অল্প পেট্রোলিয়াম জেলি ড্যাব করে নিলেই মুখ স্নিগ্ধ আর উজ্জ্বল দেখাবে।

– জামায় মেকআপের দাগ লেগে গেলে পাতলা সুতির কাপড় ভিজিয়ে তাতে অল্প পেট্রোলিয়াম জেলি লাগিয়ে দাগের উপর ঘষুন। দাগ দ্রুত উঠে যাবে।

– মুখে ভালো করে পেট্রোলিয়াম জেলি মেখে নিন, তারপর তুলো দিয়ে মুছে ফেলুন। লিপস্টিক, কাজল, মাস্কারা, সব উঠে যাবে নিমেষে।

– নখে নেইল পলিশ পরার আগে নখের চারপাশের চামড়ায় অল্প পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। তাহলে রং ছড়িয়ে গেলেও ত্বকে বসবে না, হালকা করে মুছে নিলেই উঠে যাবে।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন