ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সাকিবকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

ফেসবুকে লাইভে এস দা উঁচিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। সিলেট র‌্যাব-৯ ও সুনামগঞ্জের র‌্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের মাইগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয়। আজই তাকে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় হস্তান্তরের কথা আছে।

সোমবার মহসিন তালুকদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে জালালাবাদ থানায় এসআই মাহবুব মোর্শেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আশরাফ উল্লাহ তাহের বলেন, সুনামগঞ্জ থেকে র‌্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে মহসিন তালুকদারকে গ্রেফতার করেছে। ফেসবুক লাইভে এসে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকির দেওয়ায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সেই পূজামণ্ডপ ইস্যুতে রবিবার দিবাগত রাত ১২টা ৭ মিনিটে ফেসবুক লাইভে এসে দা উঁচিয়ে হত্যার হুমকি দেন মহসিন।

পরে অবশ্য মহসনি আবারও লাইভে এসে নিজের ভুলের কথা স্বীকার করে ক্ষমা চান।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের সেই পূজামণ্ডপ ইস্যুতে সাকিব আল-হাসানও সোমবার একটি ভিডিওতে ক্ষমা চেয়েছেন।

তিনি বলেন, পশ্চিমবঙ্গের সেই পূজার ঘটনায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তবে সেজন্য তিনি ক্ষমাপ্রার্থী।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন