শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জুতোর দাম ৪৩ লাখ টাকা!

সাধারণ ছাগলের চামড়া দিয়ে তৈরি জুতোর দাম ৪৩ লাখ টাকা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ‘আড়াইশ’ বছরের পুরনো এই জুতো বিক্রি হয়েছে ৫১ হাজার ডলারে৷

ফ্রান্সের সর্বশেষ রানি মারি-আনতোয়ানেতের জুতোজোড়া রবিবার নিলামে উঠানো হয়৷ ১০-১২ হাজার ডলার দাম উঠার চিন্তা ছিল অনসেন্ট নিলাম হাউসের কর্মকর্তাদের৷ তবে নিলামে তোলার পর চমকে যান সংশ্লিষ্টরা৷ শেষ পর্যন্ত তা বিক্রি হয় ৫১ হাজার ডলারে।

নিজ সংগ্রহে রাখার জন্য লাখ লাখ টাকায় এ জুতোজোড়া যিনি কিনেছেন তার নাম প্রকাশ করেনি অনসেন্ট নিলাম হাউস৷ সাদা রংয়ের, আট দশমিক আট ইঞ্চি লম্বা এ জুতো ছাগলের চামড়া দিয়ে তৈরি৷ কিছুটা উঁচু হিলের এ জুতোর উপরের অংশটি রিবন দিয়ে সাজানো৷

দেশটির ষোড়শ রাজা লুই এর স্ত্রী মারি-আনতোয়ানেতে ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানি ছিলেন৷ বছর দুয়েক পূর্বে রানির ব্যবহৃত অলংকারও নিলামে তোলা হয়েছিল৷ এর কয়েকটি কয়েক মিলিয়ন ডলারে বিক্রি হয়৷ সূত্র: এএফপি, ডিডব্লিউ

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  বুলবুলের অজুহাতে বেড়েছে সবজি ও মাছের দাম

সংবাদটি শেয়ার করুন