ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বস্তি ফিরেছে পেঁয়াজের বাজারে

পেঁয়াজের বাজারের অস্থিরতা কিছুটা কমেছে। খুচরা এবং পাইকারি বাজারে একযোগে অভিযান, অভ্যন্তরীণ মজুদ এবং বহাল থাকা ঋণপত্রের পেঁয়াজ আসবে, এমন ঘোষণায় কেজিতে ১০ টাকা কমেছে পেঁয়াজের দাম।

ফলে পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে ৫৭ থেকে ৮০ টাকা মূল্যে, ইতোমধ্যে যার ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারেও। ভারত হঠাৎ করেই বাংলাদেশে রফতানি বন্ধ করার পর থেকেই অস্থির হয়ে যায় পেঁয়াজের বাজার। দফায় দফায় বৃদ্ধি পেয়ে খুচরা পর্যায়ে পেঁয়াজের দাম ছাড়ায় ১০০ টাকা!

বর্তমানে রাজধানীর কারওয়ান বাজারের আড়তগুলোতে প্রতিকেজি দেশি পেঁয়াজ ১০-১৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকায়। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৭-৬০ টাকায়।

তবে ভারতে আটকে থাকা পেঁয়াজের ট্রাক বাংলাদেশে প্রবেশ করলে এবং অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হলে পেঁয়াজের মূল্য আরও কমে আসবে বলে জানান পাইকাররা।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন