ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ছে দেশীয় ফোনের বাজার

স্থানীয়ভাবে তৈরি মোবাইল হ্যান্ডসেট দিয়ে দেশের চাহিদার ৬০ শতাংশ পূরণ হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

রবিবার ভার্চুয়াল মাধ্যমে টঙ্গীতে ফাইভ স্টার মোবাইল কোম্পানির নিজস্ব ভবনে কারখানার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মোস্তাফা জব্বার বলেন, আমদানি নির্ভরতা কাটিয়ে বাংলাদেশ মোবাইল সেটসহ ডিজিটাল ডিভাইসের উৎপাদক ও রফতানিকারক দেশে রূপান্তরিত হয়েছে। নেপাল ও নাইজেরিয়ায় ল্যাপটপ ও কম্পিউটার, সৌদি আরবে আইওটি ডিভাইস এবং ৮০টি দেশে সফটওয়্যার রফতানি হচ্ছে।

যুক্তরাষ্ট্রে মোবাইল হ্যান্ডসেট রফতানির কথা তুলে ধরে তিনি বলেন, দেশের চাহিদার শতকরা ৬০ ভাগ স্থানীয় কারখানার উৎপাদিত মোবাইল থেকে মেটানো সম্ভব হচ্ছে।

দেশের প্রত্যন্ত অঞ্চলসহ প্রায় প্রতিটি ইউনিয়ন উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনার কার্যক্রম প্রায় সম্পন্ন হওয়ার পথে। ফোরজি মোবাইল নেটওয়ার্ক প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সম্প্রসারণের কার্যক্রম চলছে।

সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতার ফলে আমাদের সন্তানেরা রোবটও উৎপাদন করবে এবং বিদেশে তা রফতানি করবে এবং সেদিন বেশি দূরে নয়।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার হিসাবে, চলতি বছর জানুয়ারি নাগাদ দেশে নয়টি মোবাইল ফোন কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে এবং এর মধ্যে প্রায় সব কারখানা উৎপাদন ও সংযোজন শুরু করেছে।

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন