ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টিম ঐকতানের আত্নপ্রকাশ

করোনা মহামারির জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা বাড়িতে বসে আছে। যার ফলে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে। নারীদের উপর মানসিক ও শারীরিক নির্যাতন, বাল্যবিবাহের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যা পত্রপত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে নিয়মিত দেখা যাচ্ছে। নারীদের এই অবস্থা থেকে মুক্তির ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য, নারীরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে এবং তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে সেজন্য হাতের কাজের প্রশিক্ষণ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে মনোরোগ বিশেষজ্ঞর সাথে অনলাইনে সচেতনতামূলক ওয়েবিনার, ট্রেনিং সেশনের আয়োজন করে করোনাভাইরাস সম্পর্কে ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হবে ও তাদের সচেতন করা হবে। নারী শিক্ষার্থীকে হস্তশিল্প প্রশিক্ষণ দেয়া হবে যা তারা সঠিকভাবে শেখার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারবে এবং মানসিকভাবে সুস্থ থাকার ফলে যেকোনো কাজ সঠিকভাবে করতে পারবে। সর্বোপরি নারীর প্রতি নিপীড়ন, সহিংসতাসহ মানসিক চাপ কমবে এবং তারা সমাজের সামগ্রিক শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারবে।

ঠিক এমনই একটি উদ্যোগ নিয়ে আত্মপ্রকাশ করেছে টিম ঐকতান। উদ্যোগের সার্বিক সহযোগিতায় রয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের, সেন্টার ফর পিস এন্ড জাস্টিস (সিপিজে)। ইউএন উইমেনের অর্থায়নে ও উইমেন পিস ক্যাফে জাককানইবির উদ্যোগে প্রজেক্টটি বাস্তবায়িত হচ্ছে।

এ সম্পর্কে টিম ঐকতানের মেন্টর নৃ-বিজ্ঞান বিভাগের প্রভাষক জান্নাতুল নাঈম জানান, নারীদের মানসিক স্বাস্থ্য ও অর্থনৈতিকভাবে সাবলম্বী করার প্রয়াসে টিম একতানের প্রকল্প ভূমিকা রাখবে বলে আমি মনে করি। সুন্দর ও শান্তিপূর্ন সমাজ নিমার্ণে নারীর প্রতি শ্রদ্ধাশীল আচরণ ও নারীকে সাবলম্বী করতে এই প্রকল্প খুবই গুরুত্বপূর্ন।

টিম ঐকতানের সদস্য হোজাইমা সারোয়ার জানান, করোনা মহামারিতে থমকে গেছে সবকিছু। এই ক্রান্তিলগ্নে নারীদের অনলাইনে সচেতনতামূলক সেমিনার ও হস্তশিল্পের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করতে চাই। আমরা আশাবাদী টিম ঐকতান নারীদের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, ‘এমপাওয়ার্ড উইম্যান পিসফুল কমিউনিটি’ প্রকল্পের মাধ্যমে উইম্যান পিস ক্যাফে শান্তি পূর্ণ সমাজ প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়ন, উদ্ভাবনী চিন্তার প্রয়োগ, নারীদের করোনা মোকাবেলায় বিভিন্ন কমিউনিটি এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের নিয়ে কাজ ও উদ্যোক্তা তৈরিতে একটি সৃষ্টিশীল প্লাটফর্ম হিসেবে দীর্ঘ দিন ধরে দেশের দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ( জাককানইবি ও বেরোবি ) কাজ করে যাচ্ছে। তারই ধারবাহিকতায় ইউএন উইমেনের অর্থায়নে ‘সিকিউরিং দ্যা পিস অফ অ্যান্ড অনলাইন’ শীর্ষক প্রকল্পের (৩য়) ফেইজের আওতায় সেন্টার ফর পিস এন্ড জাস্টিস (সিপিজে), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে প্রকল্পের এই ফেইজে নারীদের, বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এবং সমাজের তৃণমূল স্তরের নারীদের নানাবিধ প্রশিক্ষণের মাধ্যমে সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে ও কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রমকে ত্বরান্বিত করতে আরো দুইটি বিশ্ববিদ্যালয় (ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে) উইম্যান পিস ক্যাফে স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা তৃণমূল পর্যায়ে কমিউনিটির বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের সাথে নিজেদের সম্পৃক্ত করে কোভিড-১৯ এর ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলায় নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা এবং অফলাইন এবং অনলাইনে শান্তি, সৌহার্দ্য এবং নারীর সুরক্ষা নিশ্চিতে কাজ করবে এই প্রকল্পটি।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন