করোনাভাইরাসের কারণে এ বছর সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করেছে বিসিসিআই। আসরটি সফল ভাবে আয়োজন করে বেশ প্রশংসা পেয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।
সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ১৩তম আসর আয়োজন করতে গিয়ে বড় অঙ্কের টাকা দিতে হয়েছে তাদের।
মিড ডের তথ্য অনুযায়ী, আইপিএল আয়োজন করার জন্য আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে ১৪ মিলিয়ন ডলার দিয়েছে বিসিসিআই। যা বাংলাদেশি মুদ্রায় ১১৮ কোটি টাকার বেশি।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর খেলা শুরু হয়ে ১০ নভেম্বর পর্যন্ত চলেছে। তিনটি ভেন্যুতে (আবুধাবি, শারজাহ ও দুবাই) আয়োজন করা হয় খেলা। ফাইনালে দিল্লিকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় মুম্বাই ইন্ডিয়ানস।
আনন্দবাজার/এম.কে