ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অ্যালুমিনিয়ামের দাম দেড় বছরের সর্বোচ্চে

ধাতুর বাজারে বাড়তির পথে অ্যালুমিনিয়ামের দাম। এ ধারাবাহিকতায় লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) ব্যবহারিক ধাতুটির দাম বেড়ে দেড় বছরের সর্বোচ্চের কাছাকাছি উন্নীত হয়েছে। প্রতি টন অ্যালুমিনিয়াম দাম প্রায় ১ হাজার ৯২০ ডলারে উঠেছে।

মূলত আন্তর্জাতিক বাজারে চাহিদা আগের তুলনায় বেড়ে যাওয়ায় ব্যবহারিক ধাতুর বাজারে অ্যালুমিনিয়ামের দাম ক্রমেই চাঙ্গা হতে শুরু করেছে।

এক মাস আগেও এলএমইতে প্রতি টন অ্যালুমিনিয়ামের দাম ১ হাজার ৮৪০ ডলারের কাছাকাছি ছিল। গত ১৩ অক্টোবর ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে ব্যবহারিক ধাতুটি টনপ্রতি ১ হাজার ৮৪১ ডলারে বিক্রি হয়। এরপর চাঙ্গা হতে শুরু করে অ্যালুমিনিয়ামের বাজার। ১৬ অক্টোবর ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি ১ হাজার ৮৬৫ ডলার ৫০ সেন্টে ওঠে।

এর পর এলএমইতে অ্যালুমিনিয়ামের দাম অনেকটাই কমে আসে। ২৯ অক্টোবর ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়াম ১ হাজার ৭৮৬ ডলারে বিক্রি হয়। তবে নভেম্বরের প্রথম কার্যদিবসে ব্যবহারিক ধাতুটি বিক্রি হয় টনপ্রতি ১ হাজার ৮৩৪ ডলার ৫০ সেন্টে। চলতি মাসে ক্রমেই চাঙ্গা হয়ে উঠেছে অ্যালুমিনিয়ামের দাম।

এলএমইতে ৩ নভেম্বর প্রতি টন অ্যালুমিনিয়াম ১ হাজার ৮৯১ ডলারে বিক্রি হয়। মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় ৯ নভেম্বর এলএমইতে ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি ১ হাজার ৯০০ ডলারের মাইলফলক ছাড়িয়ে যায়। সর্বশেষ কার্যদিবসে এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন অ্যালুমিনিয়াম ১ হাজার ৯১৮ ডলারে বিক্রি হয়েছে।

 

সূত্র : বণিক বার্তা

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন