ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সিংহভাগ মানুষ মনে করেন কর দেওয়া ঝামেলার বিষয়’

কর জমা দেওয়াকে ঝামেলার বিষয় মনে করেন বেশির ভাগ মানুষ, অটোমেশনের মাধ্যমে এ ভীতি দূর হলে রাজস্ব আদায় বাড়বে বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর পল্টনে করাঞ্চল-৬ কার্যালয়ে ই-রিটার্ন দাখিল সফটওয়ার উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, কর জিডিপি অনুপাত বাড়াতে করের আওতায় আনতে হবে আরও অনেক মানুষকে।

এ সময় তিনি বলেন, করোনার কারণে অটোমেশন কার্যকর পিছিয়ে গেছে। আগামী বছর সব করাঞ্চল থেকে অটোমেশন সুবিধা দেওয়া সম্ভব হবে। মাত্র এক পাতার ফরম পূরণ করে অনলাইনে রির্টান জমা দিতে পারবেন ৪ লাখ টাকার কম আয় ও ৪০ লাখ টাকার কম সম্পদের করদাতারা। তবে এর বাইরে অন্যদের বিস্তারিত তথ্যসহ ফরম পূরণ করতে হবে অনলাইনে।

এ বছর এই করাঞ্চলের এক লাখ ৩৫ হাজার করদাতাই রিটার্ন সুবিধা পাচ্ছেন। তাৎক্ষণিক রিটার্ন প্রাপ্তিস্বীকার পত্রও পেয়ে যাবেন এসব করদাতা। করোনার সময়ে ঘরে বসে রির্টান জমা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে এই কার্যক্রম।

সামনের বছর দেশের সব কর অঞ্চলে অনলাইন রিটার্ন দাখিলের সেবা চালু করা যাবে বলেও আশা করেন এনবিআর চেয়ারম্যান।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন