ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ৬৭

ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ভ্যামকো’র তাণ্ডবে মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২১ জন আহত হয়েছে এবং ১২ জন এখনও নিখোঁজ রয়েছেন। ঘূর্ণিঝড়টি দেশটির রাজধানী ম্যানিলার কাছাকাছি একটি উপকূলে আঘাত হানে। 

মার্কিন সংবাদমধ্যম সিএনএন জানায়, শক্তিশালী এ ঘূর্ণিঝড়টি এখন পাশের দেশ ভিয়েতনামের দিকে এগোচ্ছে। এদিকে ঘূর্ণিঝড় কবলিত এলাকায় উদ্ধারকাজ চলছে বলেও জানিয়েছে ফিলিপ সরকার।

বর্তমানে ওই এলাকার বিমানবন্দর, উপকূলীয় এলাকায় জন সমাগম ও অন্যান্য ব্যস্ততা পুরোপুরি ভাবে বন্ধেআছে। ভ্যামকোর প্রভাবে কয়েক হাজার মানুষ তাদের বাড়ি-ঘর হারিয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী এনজুয়েন জুয়ান ফুক বলেছেন, এটি খুব শক্তিশালী একটি ঘূর্ণিঝড় ছিল।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন