ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কোভিড-১৯ পজিটিভ জেমি ডে

নেপাল-বাংলাদেশ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে দেশের মাটিতে ফিরেছে ফুটবল। একই সঙ্গে দুই ম্যাচের এই সিরিজ দিয়ে মাঠে ফিরেছে দর্শকও। শুক্রবার নেপালের বিপক্ষে ২-০ গোলে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। এ জয়ের দুদিন পরেই দুঃসংবাদ শুনল, বাংলাদেশ ফুটবল- দলের প্রধান কোচ জেমি ডে কোভিড-১৯ এ আক্রান্ত। 

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের বিধি অনুযায়ী যে কোন ম্যাচে মাঠে নামার ৭২ ঘন্টার আগে দলের সবার করোনা টেস্ট করাতে হয়। সেই টেস্ট করা হয়েছিল শনিবার বাংলাদেশ দলের ৩০/৩৫ জনের এই টেস্ট করা হয়েছিল। তাতে শুধু এই ইংলিশ কোচ পজিটিভ।

আজ রবিবার বাফুফের মিডিয়া কমিটি সূত্রে জানা যায়, ঠান্ডা লেগেছিল জামাল ভূঁইয়াদের হেড কোচের। এরপরপরই তার করোনা পরীক্ষা করা হয়। আর সেটিরই ফল এসেছে পজিটিভ। আপাতত তিনি সঙ্গনিরোধ অবস্থাতেই রয়েছেন।

আগামী ১৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ দল। তবে সেই ম্যাচে জেমি ডে কে কোচ হিসেবে পেতে অবশ্য এখনও বাফুফে আশাবাদী।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন