ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ পুলিশের নতুন বিজ্ঞাপনে তরুণ নির্মাতা নাজমুল দিগন্ত

বাংলাদেশ পুলিশ মানুষের কল্যাণে জেগে আছে অতন্দ্র প্রহরীর মতো। রাত যত অন্ধকার হয়, পুলিশের ডিউটি ততই বাড়ে। সবাই যখন কাজ সেরে বাসায় ফিরে, ঠিক তখনই পুলিশের শুরু হয় রাত জেগে দেশের মানুষকে পাহাড়া দেয়ার কাজ। সম্প্রতি চেরি ফিল্মসের ব্যানারে দেশের তরুণ নির্মাতা নাজমুল দিগন্তের ডিরেকশনে নির্মিত হলো বাংলাদেশ পুলিশের রাত জাগা নিয়ে নতুন বিজ্ঞাপন।

নির্মাতা নাজমুল দিগন্ত বলেন, বাংলাদেশ পুলিশের সাথে কাজ করাটা আমার অন্যরকম একটা ভালোলাগার যায়গা। পুলিশ আসলেই সহায়ক। তাদের সাথে কাজ করতে পেরে আমাদের অনেক ভালো লাগছে। তিনি আরও বলেন, অল্প কিছু অসাধু পুলিশের জন্য সবাই মনে করে সকল পুলিশ অনেক খারাপ। কিন্তু পুলিশ যে ত্যাগ-তিতিক্ষা করে দেশের জনগণের সেবা করে যাচ্ছে এটা কারও চোখে পড়ে না। আসলে এই বিষয়গুলো ফুটিয়ে তোলার জন্যই বিজ্ঞাপনটি নির্মাণ করা। আমি আশা করি বিজ্ঞাপনটি দেখলে সবাই পুলিশের ভেতরের রূপ সম্পর্কে জানতে পারবে।

নারায়ণগঞ্জ, বন্দর থানা, সিদ্ধিরগঞ্জ সহ দেশের বেশ কয়েকটি লোকেশনে বিজ্ঞাপনটির চিত্র ধারণ করা হয়। এছাড়াও এই বিজ্ঞাপনের অনেক চরিত্রে অনেক পুলিশ অফিসার অভিনয় করেছেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন