ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে ভুট্টা বোঝাই ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টা বোঝাই ট্রাক থেকে ১৮২ বোতল ফেনসিডিল উদ্ধার, ট্রাক চালক-হেলপারসহ ৩ জনকে আটক করছে পুলিশ।

শনিবার ভোর রাতে ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ আ লিক সড়কের রানীগঞ্জ বাজারে থেকে তাদের আটক করা হয়।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভুট্টা বোঝাই ট্রাক করে ফেনসিডিল পাচার হচ্ছে। এমন সংবাদে পুলিশ ওই বাজারে ওঁৎ পেতে থাকে। দিনাজপুর থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো-ট-১৩-১২৭৬) একটি ট্রাক থামিয়ে তল্লাশী করা হয়। এসময় ভুট্রার বস্তার ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

মাদক পাচারের সাথে জড়িত থাকার অপরাধে ট্রাক চালক চিরিরবন্দর নারিয়া টেকর (কোনপাড়া) কাউগা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩৪), একই এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে হেলপার বিলাল হোসেন (৩২), এনতাজ আলীর ছেলে এনামুল (১৮)কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আনন্দবাজার/শাহী/মাসুদ

সংবাদটি শেয়ার করুন