ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ভিড় জমেছে ভারতের সোনার বাজারে

সনাতন ধর্মাবলম্বীদের উৎসব ধনতেরাস উপলক্ষে ভিড় জমেছে ভারতের সোনার বাজারে। করোনা মহামারির মধ্যেও মুম্বাই, নয়াদিল্লীসহ দেশটির বিভিন্ন রাষ্ট্রে সোনার দোকানে ক্রেতারা ভিড় করছেন।

তবে চলতি বছর মহামারিতে সোনা কেনার বাজেট কমেছে ভারতীয়দের।

ক্রেতারা বলছেন, ধনতেরাস তাদের জন্য খুব তাৎপয্যপূর্ণ একটি দিন। বছরে একবারই আসে এ দিন। এ দিনে সোনা কেনা মানে সংসারের উন্নতি, স্বচ্ছলতা। বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়। তাই তারা বিশ্বাস করেন, সামর্থ্য অনুযায়ী একটু হলেও সোনা এই দিনে কেনা উচিত।

বিক্রেতারা জানান, বিদায়ী বছর মানুষ সোনার কয়েন, বড় বড় বার, সোনার অলঙ্কারের সেট, চুরি কিনেছিলো। কিন্তু এই বছর বাজেটে কাটছাঁট হয়েছে। তাই কানের দুল, চেইন বেশি বিক্রি হচ্ছে। গত বছরের মতো কয়েনের চাহিদা নেই। নিতান্তই প্রয়োজনে মানুষ মার্কেটে এসেছে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন