শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চূড়ান্ত ফলাফল : বাইডেন ৩০৬, ট্রাম্প ২৩২

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বাকি দুটি রাজ্যের পুনরায় ভোট গণনা স্থানীয় সময় শুক্রবার বিকালে শেষ হয়েছে। জর্জিয়ায় বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এবং নর্থ ক্যারোলিনায় বিজয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্য দিয়ে শেষ হলো বহুল প্রতিক্ষীত মার্কিন নির্বাচনের সবগুলো রাজ্যের ভোট গণনা ও ফল ঘোষণা।

বিবিসি, সিএনএনসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানায়, শেষ পর্যন্ত নির্বাচিত বাইডেনের মোট ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। রিপাবলিকানদের শক্ত ঘাঁটি জর্জিয়া রাজ্যে তিনি ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে পেয়েছেন ১৬টি ইলেকটোরাল ভোট। এর মধ্য দিয়ে তার মোট ভোট হয়েছে ৩০৬টি। অন্যদিকে নর্থ ক্যারোলিনায় ট্রাম্প ইলেকটোরাল ভোট পেয়েছেন ১৫টি। এতে তার মোট ভোট হলো ২৩২টি। এর আগে বাইডেনের মোট ভোট ছিল ২৯০টি। এবং ট্রাম্পের মোট ইলেকটোরাল ভোট ছিল ২১৭টি।

চূড়ান্ত ফল ঘোষণার পর নির্বাচনের পর প্রথমবারের মতো জনসম্মুখে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। নির্বাচনী ফলাফল নিয়ে কোন মন্তব্য না করলেও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ২০ জানুয়ারি অন্য কোন প্রশাসন থাকতে পারে।

২০১৬ সালের নির্বাচনে ৩০৪ ইলেকটোরাল ভোট পেয়েছিলেন ট্রাম্প। এবার তার চেয়ে ২ ভোট বেশি পেলেন বাইডেন।

আনন্দবাজার/টি এস পি 

আরও পড়ুনঃ  ডুবন্ত দুই নারীকে বাঁচাতে সমুদ্রে নেমে পড়লেন পর্তুগালের প্রেসিডেন্ট

সংবাদটি শেয়ার করুন