ঢাকা | বুধবার
১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মীয় অপপ্রচারের দায়ে পটুয়াখালী ছাত্রলীগ কর্মী গ্রেফতার

সম্প্রতি সামা‌জিক যোগাযোগ মাধ‌্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে অপপ্রচার চালানোর অ‌ভিযোগে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক গণ‌শিক্ষা‌বিষয়ক সম্পাদক মো. আবদুল্লাহ আল নোমান মিঠুকে গ্রেফতার করেছে পু‌লিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) বিক‌েল সাড়ে ৫টার দি‌কে শহর সংলগ্ন আউ‌লিয়াপুর এলাকা থেকে ডি‌বি পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরু‌দ্ধে ডি‌জিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

সদর থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) আকতার মোর্শেদ জানান, গত কয়েক‌দিন ধরে ইসলাম ধর্ম নিয়ে তার ফেসবুক আই‌ডিতে ধর্মীয় অনুভূ‌তিতে আঘাতপ্রাপ্ত নানা ধরণের অপপ্রচার চা‌লানো হচ্ছিলো। যা নি‌য়ে সামা‌জিক যোগাযোগ মাধ‌্যমে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা সৃ‌ষ্টির পাশাপা‌শি তীব্র প্রতিবা‌দের ঝড় ওঠে। যা পরে বিক্ষোভে প্রকাশ পায়।

এদিকে, বিষয়টি পটুয়াখালী জেলা পু‌লিশের নজরে আস‌লে পর্যবেক্ষণ করে শুক্রবার দুপুর থেকে তাকে আট‌কের জন‌্য অ‌ভিযা‌নে নামে পুলিশ। এক পর্যায়ে বিকেল সাড়ে ৫টায় শহরের আউ‌লিয়াপুর এলাকা থে‌কে তাকে গ্রেফতার ক‌রা হয়। তার বিরুদ্ধে পু‌লিশ নিজেই বাদি হয়ে ডি‌জিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। তার আসল নাম আবদুল্লাহ আল নোমান মিঠু হ‌লেও ফেসবু‌কে নোমান মিঠু না‌মেই তিনি প‌রি‌চিত।

উল্লেখ‌্য, পটুয়াখালী জেলাসহ দেশের বি‌ভিন্ন এলাকায় নোমান মিঠু একজন ব্লগার হিসাবেও প‌রি‌চিত। সাম্প্রতিক সময়ে পটুয়াখালী শহরের বি‌ভিন্ন স্থানে বন্ধুমহল নিয়ে প‌রিত‌্যক্ত জ‌মিতে কৃষ্ণচূড়া গাছ লা‌গিয়ে “অ‌ক্সি‌জে‌নের ফে‌রিওয়ালা” হিসেবে বেশ প‌রি‌চি‌তি লাভ করেছেন তিনি।

এছাড়াও পৌরসভা ও জেলা প‌রিষ‌দের বি‌ভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ফেসবুকে তুলে ধরে আলোচনায় এসে‌ছিলেন তিনি। কিন্তু বিগত ক‌য়েক‌দিন ধরে ধর্মীয় অনুভু‌তিতে আঘাত করে স্ট্যাটাস দেয়ায় তোপের মুখে পড়েন তিনি।

আনন্দবাজার/শাহী/আলআমিন

সংবাদটি শেয়ার করুন