অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে চীন। বাইডেনের জয়ের পর বিশ্বের বেশির ভাগ দেশের নেতারা তাকে অভিনন্দন জানালে এ বিষয়ে চুপ ছিল চীন। প্রায় এক সপ্তাহ পর বাইডেনকে অভিনন্দন বার্তা পাঠায় চীন।
শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টকে তার জয়ের জন্য অভিনন্দন বার্তা পাঠিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই অভিনন্দন বার্তা পাঠিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়ান ওয়েবিন বলেছেন, আমরা আমেরিকান জনগণের পছন্দকে শ্রদ্ধা করি। আমরা মি. বাইডেন ও মিসেস হ্যারিসকে অভিনন্দন জানিয়েছি।
আনন্দবাজার/এম.কে