রাজধানীতে পাইকারি বাজারে কমেছে ইলিশের দাম। এছাড়া অন্যান্য মাছের দামও আগের চেয়ে সস্তা। আবদুল্লাহপুর পাইকারি বাজার ঘুরে দেখা যায়- আগের চেয়ে কিছুটা কমেছে ইলিশের দাম।
বর্তমানে বাজারে ৩০০-৫০০ গ্রাম আকারের ইলিশ বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকা কেজি। ৮শ’ থেকে ৯শ’ গ্রামের ইলিশের মূল্য ৫৫০-৬৫০ টাকা। এছাড়া ১ কেজির ইলিশ ৭০০-৭৫০ টাকা এবং দেড় কেজি আকারের ইলিশ ৮০০-৮৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলেন, ইলিশ ছাড়াও অন্যান্য মাছের দামও আগের চেয়ে অনেক সস্তা। কাতল বিক্রি হচ্ছে ২০০-৩৫০ টাকায়। এছাড়া রুই বিক্রি হচ্ছে ২৫০-৩২০ টাকা, পাঙ্গাশ ৯০ থেকে ১১০ টাকা, আর চাষের কৈ ১০০-১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাঝারি আকারের শিং ৩৫০ টাকা, ট্যাংরা ৪৫০ টাকা কেজি।
এছাড়া রুপচাঁদা আকার ভেদে ৪০০-৫০০ টাকা এবং মাঝারি আকারের তেলাপিয়া ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
আনন্দবাজার/এইচ এস কে