ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভুয়া তথ্য দিয়ে বন্দরে এলো বিদেশি সিগারেট

তৈরি পোশাক শিল্পের জন্য দেয়া শুল্কমুক্ত সুবিধায় পোশাক শিল্পের কাঁচামাল আমদানি না করে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হয়েছিল বিপুল পরিমাণ বিদেশি সিগারেট। খবর পেয়ে সেগুলো জব্দ করেছেন চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দারা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিপুল পরিমাণ সিগারেটের একটি চালান আটক করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম।

তিনি জানান, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান হোপউইক লিমিটেড চীন থেকে পোশাক শিল্পের উপকরণ আনার কথা কাগজপত্রে উল্লেখ করে সাড়ে আঠার মেট্রিক টন পণ্য আমদানি করে। এই পণ্য খালাসের জন্য চট্টগ্রামের চান্দু করপোরেশনকে দায়িত্ব দেয়া হয়। কিন্তু কনটেইনারগুলোর কায়িক পরীক্ষায় শিল্প উপকরণের বদলে বিদেশি সিগারেট পাওয়া যায়।

রেজাউল করিম জানান, মূলত তৈরি পোশাক শিল্পের জন্য দেয়া শুল্কমুক্ত সুবিধায় পোশাক শিল্পের কাঁচামাল আমদানির করার কথা ছিল। কিন্তু ওই চালানে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট।

দেশে বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় খাত হিসেবে তৈরি পোশাক শিল্পের কাঁচামালগুলো শুল্কমুক্তভাবে দ্রুত খালাস দেয়া হয়। এই সুযোগের অপব্যবহার করতেই সিগারেট আমদানি করা হয়েছিল।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন