ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুবির বিজনেস অনুষদে ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বিজনেস স্টাডিজ অনুষদভূক্ত সকল বিভাগের শিক্ষকদের নিয়ে Fundamentals & Application of Partial Least Square Structural Equation Model (PLS-SEM) in Business research শীর্ষক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসলিমা আখতার ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিজনেস স্টাডিজ অনুষদের কম্পিউটার ল্যাব কক্ষে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান।

মার্কেটিং বিভাগের প্রভাষক মাহফুজুর রহমানের সঞ্চালনা ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, করোনা মহামারীর মধ্যে আমরা কঠিন পরিস্থিতি মোকাবেলা করছি। ঝুঁকির মধ্যেই আজকের প্রশিক্ষণ প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে এবং এর প্রয়োজনও ছিলো। উপাচার্য হিসেবে আমি যখন দায়িত্ব নেই তখন আইকিউএসির কর্মকান্ড একটি স্থবির অবস্থায় ছিলো। সেই স্থবিরতা কাটিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় নিয়মিত সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণের মধ্য দিয়ে আইকিউএসি এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টির জায়গা, সুন্দর পদ্ধতিতে জ্ঞান আহরনে এই সেমিনারগুলো খুবই প্রয়োজন।

আনন্দবাজার/শাহী/হাসান

সংবাদটি শেয়ার করুন