ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এবারও বিক্রির রেকর্ড গড়েছে আলিবাবা

এবার নভেল করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেও একদিনের ইলেভেন ইলেভেন ইভেন্টের উৎসবে বিক্রির রেকর্ড গড়েছে আয়োজক প্রতিষ্ঠান চীনা অনলাইন জায়ান্ট আলিবাবা।

প্রতিবছরের মতো এবারও ১১ নভেম্বর এই উৎসবের আয়োজন করে আলিবাবা। আর এই ২৪ ঘণ্টায় বিক্রি হয়েছে গত বছরের এই আয়োজনের চেয়ে ২৬ শতাংশ বেশি। এবারের এই চায়না সিঙ্গেলস ডে-তে আলিবাবা কমবেশি ৭৫ বিলিয়ন ডলারের পণ্য বিক্রি করেছে।

করোনার ধাক্কা সামলে চীনা অর্থনীতি যে ঘুরে দাঁড়াচ্ছে এবং ক্রেতারা যে আবার করোনার আগের সময়ের মতো খুবই বেশি না হলেও কেনাকাটা শুরু করেছে এটা তারই চিত্র বলেন বাজার গবেষণা প্রতিষ্ঠান ফরেস্টারের গবেষক জিয়াওফেং ওয়াং।

বাজার জরিপকারী প্রতিষ্ঠান অলিভার ওয়েম্যান’র জরিপ বলছে, ৮৬ শতাংশ চীনা ক্রেতায় গতবার যেমন ব্যয় করেছিলেন তেমন বা তার চেয়ে সামান্য বেশি ব্যয় করেছেন এবারের সিঙ্গেলস ডে-তে। এটা তারা স্বতস্ফূর্তভাবেই করেছেন। বাকি ১৪ ভাগ ক্রেতা করোনায় ব্যয় সংকোচনে বাধ্য হওয়ায় একটু দেখেশুনে এবার কিনেছেন।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন