লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) দীর্ঘদিনের উত্তেজনা কমিয়ে আনতে ভারত ও চীনের সামরিক বাহিনী ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদসংস্থা এএনআই।
এএনআই বলছে, দুই দেশের কমান্ডার পর্যায়ের কর্মকর্তাদের অষ্টম বৈঠকে প্যাংগং হ্রদ লাগোয়া অঞ্চলে ভারত ও চীনের সামরিক বাহিনী নিজেদের অবস্থান থেকে সরতে এবং সৈন্য কমানোর বিষয়ে আলোচনা করেছে। বৈঠকে উভয় দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত এলাকায় উত্তেজনা শুরুর আগের পরিস্থিতিতে ফিরে যাওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে চীন এবং ভারত। চলতি বছরের এপ্রিলের দিকে পূর্ব লাদাখের বিতর্কিত সীমান্ত এলাকায় উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, আগামী ৭ দিনের মধ্যে প্যাংগং হ্রদ এলাকা থেকে সৈন্য প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করবে দুই দেশ। এই অঞ্চল থেকে প্রত্যেকদিন ৩০ শতাংশ করে সৈন্য কমাবে দু’পক্ষ।
আনন্দবাজার/এম.কে