ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব

রাজধানীতে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগের প্রভাব। আজ বুধবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৯ রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮২ জন। বাকিরা বিভিন্ন বিভাগের হাসপাতালে ভর্তি আছেন।

জানা গেছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২৫ জন রোগী। যারা বর্তমানে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। তবে ঢাকার বাইরে এখনও কোনো ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির খবর পাওয়া যায়নি।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, এ বছরে এখন পর্যন্ত ৭৯২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬৯৮ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত পাঁচটি মৃত্যুর তথ্য রয়েছে। আইইডিসিআর দুটি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে একটি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন