ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মাইন্ড এইড হাসপাতালের পরিচালক গ্রেফতার

সম্প্রতি চিকিৎসার নামে নির্মমভাবে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে হত্যার অভিযোগে করা মামলায় মাইন্ড এইড হাসপাতালের পরিচালক নিয়াজ মোর্শেদকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি মৃত্যুঞ্জয় দে সজল।

তিনি জানান, এ নিয়ে ঘটনার দুই দিনের মাথায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, এএসপি আনিসুল করিম দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার দুপুরে তাকে মাইন্ড এইড হাসপাতালে আনা হয়। আনিসুলের পরিবার অভিযোগ করেন, হাসপাতালটিতে ভর্তির পরই কর্মচারীদের ধস্তাধস্তি ও মারধরে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আনিসুল করিমের ভাই রেজাউল করিম জানান, পারিবারিক ঝামেলার কারণে মানসিক ভারসাম্য হারান আনিসুল। সমস্যার সমাধানে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে মাইন্ড এইড হাসপাতালে নিয়ে যাই। কাউন্টারে ভর্তির ফরম পূরণের সময় কয়েকজন কর্মচারী তাকে দোতলায় নিয়ে যায়। এর কিছুক্ষণ পর আমাদের জানানো হয়, আনিসুল জ্ঞান হারিয়েছে। এরপর সেখান থেকে তাকে দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন