ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টারের জন্মদিন পালিত

প্রখ্যাত শ্রমিক নেতা আওয়ামীলীগের টঙ্গী-গাজীপুর ২ আসনের এমপি শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭০ তম জন্মদিন টঙ্গী-গাজীপুরে দলীয় ও পারিবারিক ভাবে পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষে গাজীপুর মহানগর আওয়ামীলীগ যুবলীগের উদ্যোগে খাবার বিতরণ করা হয়।

জন্মদিন উপলক্ষে আহসান উল্লাহ মাস্টার এমপি’র জন্ম স্থান গাজীপুরের হায়দ্রাবাদে সকাল থেকে কোরানখানী, কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দিনব্যাপী টঙ্গী আওয়ামীলীগ কার্যালয়ে ও বিকালে টঙ্গী চেরাগআলী ট্রাক স্ট্যান্ডে জনসমাবেশ করে। আহসান উল্লাহ মাস্টার এমপি’র পুত্র যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি করোনা সময়ে স্বাস্থ্য বিধি মেনে তাঁর বাবার জন্ম দিনের অনুষ্ঠান পালনে সকলের আহবান জানান। এদিন শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ, আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ ও জনকল্যাণ সমিতিসহ বিভিন্ন সংগঠন মিলাদ, দোয়া ও আলোচনা সভার আয়োজনে জন্ম দিন পালন করেন।

১৯৫০ সালের ৯ নবেম্বর গাজীপুরের হায়দ্রাবাদ গ্রামে আহসান উল্লাহ মাস্টার এমপি জন্ম গ্রহন করেন। তিনি বাংলাদেশ শ্রমিকলীগের সভাপতি ছিলেন। উল্লেখ করা যেতে পারে, ২০০৪ সালের ৭ মে টঙ্গী নোয়াগাঁও স্কুল মাঠে জনসভা চলাকালে দিনেদুপুরে একদল সন্ত্রাসীর গুলিতে প্রাণ হারান আহসান উল্লাহ মাস্টার এমপি।

গাজীপুর মহানগর আওয়ামীলীগ যুবলীগের আহবায়ক কামরুল আহসান রাসেল বলেন, মহানগর যুবলীগের উদ্যোগে শহীদ আহসান উল্লাহ মাস্টারের প্রতি শ্রদ্ধা জানিয়ে জন্মদিন উপলক্ষে গরীব মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

আনন্দবাজার/শাহী/সবুজ

সংবাদটি শেয়ার করুন