পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে আজ মঙ্গলবার সকালে দেশ ছেড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে সকালে করাচির উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। এ খবর নিশ্চিত করেছেন, বিসিবির লজিস্টিক বিভাগের একজন কর্মকর্তা।
পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন তামিম। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হতে আরও কিছুটা দেরি। তাই তামিমকে যেতে কোনোরকম বাধা দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তামিমের সাথে পিএসএলের শেষ ধাপে খেলতে ডাক পেয়েছিলেন অলরাউন্ডার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদও। তবে করাচিতে যাওয়ার আগে করোনা টেষ্টের ফল পজিটিভ আসে তার। দুইবার নমুনা টেষ্টে দুইবারই পজিটিভ হয়েছেন মাহমুদউল্লাহ। ফলে পিএসএলে খেলা হচ্ছেনা বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়কের। আপাতত কোয়ারেন্টিনেই থাকছেন তিনি।
পাকিস্তানের ঘরোয়া লিগে (পিএসএল) এর আগেও খেলেছেন তামিম ও মাহমুদউল্লাহ। ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে পেশোয়ার জালমির হয়ে খেলেছেন তামিম। চতুর্থবারের মতো এবার লিগটিতে খেলবেন তিনি। এদিকে, ২০১৭ ও ২০১৮ সালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
আনন্দবাজার/টি এস পি