ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনে জয় দাবি সু চির এনএলডির

মিয়ানমারের গত রোববার (৮ নভেম্বর) নির্বাচন শেষ হওয়ার পর এখন চলছে ভোট গণনা। এদিকে ভোট গণনা শেষ হওয়ার আগেই  নির্বাচনে জয় দাবি করেছে দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল ডেমোক্র্যাটিক লিগ (এনএলডি)।

বার্তা সংস্থা রয়টার্স এর বরাতে জানা যায় , সোমবার দেশটির নেতা অং সান সু চির নেতৃত্বাধীন দলটি দাবি করেছে পরবর্তী সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা ইতোমধ্যে পেয়ে গেছে তারা।

এবিষয়ে এনএলডির দলীয় মুখপাত্র মিও নুয়ান্ত রয়টার্সকে বলেন, অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী, অং সান সু চির নেতৃত্বাধীন এনএলডি (সরকার গঠনে) প্রয়োজনীয় পার্লামেন্টের ৩২২টি আসনে জয় ইতোমধ্যে পেয়েছে। যদিও নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিক ফল ঘোষণা করেনি। জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এই নির্বাচনী ফল জনগণের জন্য, দলের জন্য খুবই উৎসাহব্যঞ্জক।’

মিয়ানমারের পার্লামেন্টের নিম্নকক্ষের আসন সংখ্যা ৪২৫টি আর উচ্চকক্ষে ২১৭টি। সরকার গঠন করতে গেলে নিম্নকক্ষে ৩১৫টি আর উচ্চকক্ষে ২১৭টি আসনে জয়ের প্রয়োজন পড়ে। ২০১৫ সালে এনএলডি মোট ৩৯০ আসনে জয় পেয়ে ক্ষমতায় আসে। এবারের নির্বাচনে আসন সংখ্যা আরও বাড়বে বলে ধারণার কথা জানান দলটির মুখপাত্র মিও নুয়ান্ত।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন