ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপত্তাহীনতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

প্রতিবছর ২০ লাখ টন পণ্য আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে অথচ আমদানিকৃত এসব পণ্যের নিরাপত্তা নেই বললেই চলে। প্রতিনিয়ত বন্দর থেকে পণ্য চুরি হচ্ছে। ঘটছে অগ্নিকাণ্ড। বন্দর থেকে সরকার প্রায় ৬ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করে। বন্দর কর্তৃপক্ষও আলাদা রাজস্ব পায়। 

কিন্তু ব্যবসায়ীরা বারবার সিসি ক্যামেরার আওতায় আনতে বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করলেও কথা কানে নেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর এতে আস্থা হারাচ্ছেন ব্যবসায়ীরা।

বেনাপোলের আমদানিকারকরা জানান, এর আগে বন্দরে রহস্যজনক অগ্নিকাণ্ডে তাদের আমদানি করা কোটি কোটি টাকার পণ্য পুড়ে যায়। সিসি ক্যামেরার ব্যবস্থা থাকলে এসব ঘটনার কারণ অনুসন্ধান করে ব্যবসায়ীদের ক্ষতি কমিয়ে আনা সম্ভব হতো। বিভিন্ন সভায় ব্যবসায়ীরা সিসি ক্যামেরা স্থাপনের জোর দাবি জানালেও কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মামুন কবীর তরফদার বলেন, বন্দরে সিসি ক্যামেরা লাগানোর পরিকল্পনা রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিকবার জানানো হয়েছে।

উল্লেখ্য, গত এক যুগে বেনাপোল বন্দরে বড় ধরনের সাতটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীদের প্রায় দেড় হাজার কোটি টাকার পণ্য পুড়ে গেছে। এছাড়াও সম্প্রতি বন্দর পণ্যগার থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে এবং বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। তবে বন্দরে সিসি ক্যামেরা না থাকায় অগ্নিকাণ্ডের কোনো রহস্য বা দুর্বৃত্তদের শনাক্ত করা যায়নি।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন