সুদানের লোহিত সাগর উপকূলে চীনা কোম্পানির তত্ত্বাবধানে একটি বন্দর নির্মাণ করা হচ্ছে। যাতে করে সমুদ্রপথে এশিয়ায় গবাদিপশু পরিবহনে সুবিধা হয়। চলতি বছরের শেষ নাগাদ এটির নির্মাণকাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।
বন্দরটিকে বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আফ্রিকা মহাদেশীয় পরিকল্পনা বাস্তবায়নে সর্বশেষ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সুদানের রাষ্ট্রায়ত্ত কোম্পানি সি পোর্টস করপোরেশনের মহাপরিচালক ওনর মোহাম্মদ আদম জানিয়েছেন, নির্মাণাধীন বন্দরটির অবস্থান পোর্ট সুদানের ৬০ কিলোমিটার দক্ষিণে হেইদোবে। এর নির্মাণকাজের দায়িত্বে রয়েছে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি। সুদান থেকে এশিয়ার বাজারে গরু, উট ও ভেড়া পরিবহন সহজতর করার লক্ষ্যে বন্দরটি নির্মাণ করা হচ্ছে।
অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা সুদানের জন্য গবাদিপশু রফতানি প্রবৃদ্ধি অর্জনের একটি গুরুত্বপূর্ণ খাত। এই রফতানির গতি বাড়াতে বন্দরটি কার্যকর ভূমিকা রাখবে। এটি নির্মাণে সুদান ১২ কোটি ইউরো (১৪ কোটি ২০ লাখ ডলার) বিনিয়োগ করেছে বলে এক সাক্ষাত্কারে মোহাম্মদ আদম জানিয়েছেন।
বন্দরটি পরিচালনার দায়িত্বে থাকবে সি পোর্টস করপোরেশন।
মোহাম্মদ আদম জানান, বন্দর নির্মাণ প্রকল্পটির ব্যয় অভ্যন্তরীণ রাজস্ব থেকে অর্থ মন্ত্রণালয় তার জোগান দিচ্ছে। এ প্রকল্পে কোনো বিদেশী বিনিয়োগ নেই বলে দাবি করেন তিনি।
আনন্দবাজার/ইউএসএস