রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

৬জি পরীক্ষায় সবচেয়ে আগে চীন

দিন যত যাচ্ছে, প্রযুক্তিতে ততই এগিয়ে যাচ্ছে পৃথিবী। বিশ্ববাসীকে তাক লাগাতে আবারো সকলের আগে সিক্স-জি মোবাইল ইন্টারনেট প্রযুক্তি নিয়ে পরীক্ষা শুরু করেছে চীন। শনিবার (৭ নভেম্বর) চীন সফলভাবে সিক্স-জি স্যাটেলাইট উৎক্ষেপণ করে। গুঞ্জন উঠেছে স্যাটেলাইটটি সিক্স-জি প্রযুক্তির টেস্ট স্যাটেলাইট হিসেবে ব্যবহৃত হবে।

চীনা বিশেষজ্ঞদের ধারণা টেরাহার্টজ ওয়েভ প্রযুক্তির সিক্স-জি ইন্টারনেট স্পিডের ক্ষেত্রে ফাইভজি থেকে কয়েকগুণ বেশি গতিসম্পন্ন হবে। তবে, মোবাইল কোম্পানিগুলো এই প্রযুক্তির জন্য এখনই তৈরি কী না তা নিয়ে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, মোবাইল ইন্টারনেট প্রযুক্তির গবেষণায় সারাবিশ্বে সকল দেশের চেয়ে এগিয়ে চীন। এর আগে ফাইভজি প্রযুক্তিতেও বিশ্বের সবার চেয়ে এগিয়ে ছিলো চীনা কোম্পানি হুয়াওয়ে। ধারণা করা হয় ফাইভজির উন্নয়নে হুয়েওয়ে বিশ্বের অন্য যে কোনও কোম্পানি থেকে ৩-৫ বছর এগিয়ে আছে। এরই ধারাবাহিকতায় সিক্স-জি এর গবেষণাতেও দেশটি এগিয়ে থাকতে চায় তা আর বলার অপেক্ষা রাখে না।

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  বাজারে এলো কফি কাপের সাইজের প্রজেক্টর

সংবাদটি শেয়ার করুন