ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দ. সুনামগঞ্জে বিশাল স্পোর্টস এ্যান্ড কসমেটিকস’র উদ্বোধন

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারের বিশাল ডিপার্টমেন্টাল স্টোরের অঙ্গ প্রতিষ্ঠান বর্ষা বস্ত্র বিতান ও বিশাল স্পোর্টস এ্যান্ড কসমেটিকস’র উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলার পাগলা বাজারের আব্দুল হেকিম মার্কেটের আন্ডারগ্রাউন্ডে এই দু’টি দোকানের উদ্বোধন করা হয়।

আব্দুল হেকিম মার্কেটের পরিচালক হাজি আব্দুল হেকিম ও বিশাল ডিপার্টমেন্টাল স্টোরের সত্ত্বাধিকারী বিন্দু চন্দ্র দাস ফিতা কেটে বর্ষা বস্ত্র বিতান ও বিশাল স্পোর্টস এ্যান্ড কসমেটিকস’র উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, পাগলা বাজার ব্যবসায়ী কমটির যুগ্ন সাধারণ সম্পাদক জামিউল ইসলাম তুরান, গণমাধ্যমকর্মী নাহিদ আহমেদ, ডা. মৃণাল কান্তি ভট্টাচার্য, ব্যবসায়ী সুভাষ চন্দ্র দাস, কালন মিয়া, সাইদুর রহমান, অমর দাস, প্রভাত দেবনাথ, সুমন দেবনাথ, বিশাল দাস, জাহেদ আহমেদ, নান্টু দাস, চমন দাস, অসীম দাস, মিটু সূত্রধর প্রমুখ।

আনন্দবাজার/শাহী/নাহিদ

সংবাদটি শেয়ার করুন