ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সূচক কমেছে শেয়ারবাজারে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবসে রবিবার সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গেল দিনের ১৮ দশমিক ৪৬ পয়েন্ট কমে ৪ হাজার ৯২৩ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে লেনদেন হয় ৭৮৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার।

রবিবার হাতবদল হওয়া ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৬৪টির, আর অপরিবর্তিত আছে ৮২টির শেয়ার দর।

ঢাকার বাজারের অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ৩ দশমিক ৭৩ পয়েন্ট কমে ১ হাজার ১১৬ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএস৩০ সূচক ৬ দশমিক ৮৪ পয়েন্ট কমে ১ হাজার ৭১৮ দশমিক ৮০ পয়েন্টে অবস্থান করছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৪৬ দশমিক ৮৫ পয়েন্ট কমে  ১৪ হাজার ১৪১ পয়েন্টে অবস্থান করছে। যা আগের দিনের তুলনায় দশমিক ৩৩ শতাংশ বেশি। এদিন সিএসইতে ৪২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত আছে ৫০টির শেয়ার দর।

আনন্দবাজারা/এম.কে

সংবাদটি শেয়ার করুন