ঢাকা | বৃহস্পতিবার
২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া সফরে দুই টেস্ট খেলবেন না কোহলি!

করোনাকালীন দীর্ঘ বিরতির পর প্রায় আড়াই মাসের সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে ভারতীয় ক্রিকেট দল। আগামী ১২ নভেম্বর সফরের শুরু হবে এবং শেষ হবে আগামী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে।

ইতোমধ্যে এই সফরের জন্য ফরম্যাটের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসআই)। তিন ফরম্যাটেরই অধিনায়ক বিরাট কোহলি। তবে সফরের শেষ দুই ম্যাচ হয়তো খেলতে পারবেন না তিনি।

সবার জানা, প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন কোহলি। জানুয়ারি মাসের শুরুর দিকেই প্রথম সন্তানের জন্ম দিতে পারেন আনুশকা শর্মা। মূলত স্ত্রীর পাশে থাকতে টেস্ট সিরিজের দুই ম্যাচে নাও খেলতে পারেন কোহলি।

বোর্ডের এক শীর্ষকর্তা জানান, বিসিসিআই সবসময় বিশ্বাস করে, পরিবার সবার আগে। যদি এমন হয় যে, অধিনায়ক পিতৃত্বকালীন ছুটি নেবেন তাহলে সে শুধু প্রথম দুই ম্যাচ খেলতে পারবে। শেষ দুই ম্যাচ ছুটির মধ্যে পড়ে যাবে।

কোহলি না থাকলে শেষ দুই টেস্টে অধিনায়কত্বের ভার পড়বে লোকেশ রাহুলের ওপর।

আনন্দবাজার/ টি এস পি 

সংবাদটি শেয়ার করুন