করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সোমবার থেকে পর্তুগালের অধিকাংশ এলাকায় কারফিউ জারি করা হয়েছে। গতকাল শনিবার জরুরি কেবিনেট বৈঠক শেষে দেশটির প্রধানমন্ত্রী এন্তোনিও কোস্টা এই ঘোষণা দিয়েছেন।
এর একদিন আগে করোনা মহামারী মোকাবিলায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। একদিন পরেই এবার কারফিউ জারির ঘোষণাটি এল।
করোনার দ্বিত্বীয় ওয়েবে গত অক্টোবর মাসের প্রথম থেকেই আবারও করোনা সংক্রমণ বাড়ছিল পর্তুগালে।
দেশটির প্রধানমন্ত্রী এন্তোনিও কোস্টা জানান, এর আগে যে কঠোর লকডাউন আরোপ করা হয়েছিল আবারও সে পদক্ষেপ এড়াতে কারফিউ জারি করাই প্রয়োজনীয় পদক্ষেপ। তিনি আরও জানান, জনসংখ্যার প্রায় ৭০ শতাংশের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।
আনন্দবাজার/টি এস পি