রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাবরের ঝড়ে পাকিস্তানের সহজ জয়

রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। অধিনায়ক বাবর আজমের ৫৫ বলে ৮২ রানের  ইনিংসে সহজেই পায় স্বগতিকরা।

শনিবার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই অধিনায়ক চামু চিবাবাকে হারায় জিম্বাবুয়ে। এরপর ব্রেন্ডন টেইলর ও শন উইলিয়ামসের জুটিতে দ্রুত রান আসছিল। কিন্তু শুরুটা ভালো হলেও ইনিংস বড় করতে পারেননি কেউই।

দলের এমন সময়ে দৃঢ় লড়াই এক প্রান্ত আগলে রেখেন মাধেভেরের। ৪৮ বলে ৯ চার ও এক ছক্কায় অপরাজিত থাকেন এই তরুণ। শেষ পর্যন্ত ২০ ওভার খেলে ৬ উইকেটে  হারিয়ে ১৫৬ রানের লড়াকু পুঁজি দাঁড় করায় জিম্বাবুয়ে।

জবাবে ১৫৭ রানের তাড়ায় ফখর জামান ও বাবরের ব্যাটে উড়ন্ত শুরু পায় পাকিস্তান। ১২ বলে ১৯ রান করে ফখর ফিরে গেলে ভাঙে ৩৬ রানের শুরুর জুটি। এরপর বেশিক্ষণ টিকেননি হায়দার আলি।

তবে এর প্রভাব দলের উপর পড়তে দেননি বাবর আজম। তৃতীয় উইকেটে মোহাম্মদ হাফিজের সঙ্গে তার ৮০ রানের জুটিতে জয়ের পথে এগিয়ে যায় পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর :

জিম্বাবুয়ে : ২০ ওভারে ১৫৬/৬ (টেইলর ২০, চিবাবা ০, উইলিয়ামস ২৫, মাধেভেরে ৭০*, রাজা ৭, বার্ল ৮, চিগুম্বুরা ২১; হাসনাইন ৪-০-২৫-১, রউফ ৪-০-২৫-২, আশরাফ ৪-০-৩৫-০, ওয়াহাব ৪-০-৩৭-২, কাদির ৩-০-২৪-১, হাফিজ ১-০-৭-০)।

পাকিস্তান : ১৮.৫ ওভারে ১৫৭/৪ (ফখর ১৯, বাবর ৮২, হায়দার ৭, হাফিজ ৩৬, খুশদিল ৫*, রিজওয়ান ০*; মাধেভেরে ১-০-৮-০, মুজারাবানি ৩.৫-০-২৬-২, চাটারা ৩-০-২৫-১, এনগারাভা ৪-০-৩৭-১, চিসোরো ৪-০-২৬-০, উইলিয়ামস ১-০-১১-০, রাজা ২-০-১৯-০)।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কা সফরে অধিনায়ক তামিম

ফল : পাকিস্তান জয়ী।

ম্যান অব দা ম্যাচ : বাবর আজম।

সংবাদটি শেয়ার করুন