ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঙ্গা হচ্ছে মার্কিন শেয়ারবাজার

যুক্তরাষ্ট্রে গেল ৫ মাসের মধ্যে নির্বাচনী উত্তেজনার সময় অক্টোবরে সবচেয়ে কম কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আশার খবর, বেকারত্ব ১৪ শতাংশ থেকে ধীরে ধীরে ৭ শতাংশে নেমেছে। এদিকে, কে হচ্ছেন হোয়াইট হাউজের কর্ণধার, সেই আভাস পাওয়ার পর থেকে চাঙ্গা মার্কিন শেয়ারবাজার।

কে ধরবেন করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতির হাল? কে কর্মসংস্থান সৃষ্টি করবেন লাখ লাখ মানুষের জন্য? এমন উত্তেজনা যখন তুঙ্গে, তখন যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসেই ৬ লাখ ৩৮ হাজার মার্কিনির কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কমছে বেকারভাতা নেয়া মার্কিনির সংখ্যাও। বেড়েছে অর্থনৈতিক কার্যক্রম।

সপ্তাহজুড়েই চাঙ্গা ওয়ালস্ট্রিটের ডও জনস, এস এন্ড পি, আর নাসডাক কম্পোসিট সূচক। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার। উর্ধ্বমুখী জাপান, দক্ষিণ কোরিয়া, আর হংকংয়ের শেয়ারবাজারের বিভিন্ন সূচক।

তবে মার্কিন অর্থনীতিবিদরা বলছেন, ক্ষমতায় যেই আসুক না কেন, এতো সহজে মার্কিন অর্থনীতিতে কোন ম্যাজিক দেখাতে পারবেন না তারা। করোনা মহামারির কারণে দেশের অর্থনীতি এতোটাই বিপর্যস্ত যে, সরকারের কোন পদক্ষেপই রাতারাতি বদলে দিতে পারবে না মার্কিন অর্থনীতির বর্তমান অবস্থা।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন