ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খাদ্য নিরাপত্তার সাফল্যে বাংলাদেশ : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০১০ সাল থেকে খাদ্য নিরাপত্তা জোরদারসহ স্বাস্থ্য ও পুষ্টি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাপক সাফল্য অর্জন করেছে।

আজ শনিবার (৭ নভেম্বর) বিশ্ব খাদ্য সমৃদ্ধকরণ সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত ‘সঙ্কটকালে টিকে থাকতে সক্ষম খাদ্য ব্যবস্থা-খাদ্য সমৃদ্ধকরণের ভূমিকা শীর্ষক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল সভায় এ কথা বলেন শিল্পমন্ত্রী।

তিনি বলেন, বৈশ্বিক পুষ্টির লক্ষ্যমাত্রা অর্জনে দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে দেশের জনগণের কঠোর পরিশ্রম এবং অপুষ্টি দূরীকরণে অর্জিত সাফল্য, এরই মধ্যে বিশ্ব সম্প্রদায়ের স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের ভয়াবহ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকার নিম্ন আয়ের মানুষকে নগদ আর্থিক সহায়তার সঙ্গে সুলভ মূল্যে খাদ্য বিতরণসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার করেছে। একই সঙ্গে অদৃশ্য ক্ষুধা মোকাবিলায় বিপুল পরিমাণে খাদ্যে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন