ক্রমাগত বাড়ছে দস্তার দাম। ব্যবহারিক ধাতুর বাজারে এক মাস ধরে ধারাবাহিকভাবে বাড়তির দিকে রয়েছে ধাতুটির দাম। এ ধারাবাহিকতায় সর্বশেষ সপ্তাহে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) ব্যবহারিক ধাতুটির দাম আগের তুলনায় বেড়ে টনপ্রতি ২ হাজার ৬০০ ডলারের কাছাকাছি পৌঁছে গেছে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, এভাবে মূল্যবৃদ্ধি অব্যাহত থাকলে চলতি সপ্তাহেই এলএমইতে দস্তার দাম টনপ্রতি ২ হাজার ৬০০ ডলারের মাইলফলক ছাড়িয়ে যেতে পারে।
এলএমই প্রাইস ইনডেক্সের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এক মাস আগেও ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন দস্তার দাম ছিল ২ হাজার ৩০০ ডলারের নিচে। মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় গত ৯ অক্টোবর এলএমইতে দস্তার দাম টনপ্রতি ২ হাজার ৪০০ ডলার ছাড়িয়ে যায়। ওই দিন ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন দস্তা বিক্রি হয় ২ হাজার ৪১৫ ডলার ৫০ সেন্টে।
২০ অক্টোবর ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন দস্তা বিক্রি হয় ২ হাজার ৪৮৫ ডলারে। বড় উল্লম্ফনের মধ্য দিয়ে পরদিন এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন দস্তার দাম ২ হাজার ৫৪৭ ডলারে উন্নীত হয়। এরপর আর ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি ২ হাজার ৫০০ ডলারের নিচে নামেনি।
উত্থান-পতনের ধারাবাহিকতায় নভেম্বরের প্রথম কার্যদিবসে এলএমইতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি টন দস্তা বিক্রি হয় ২ হাজার ৫২৪ ডলারে। আর ৫ নভেম্বর ব্যবহারিক ধাতুটির দাম ওঠে টনপ্রতি ২ হাজার ৫৯৩ ডলার ৫০ সেন্টে। যেখানে গত ৫ অক্টোবর প্রতি টন দস্তা ২ হাজার ২৯৮ ডলারে বিক্রি হয়েছিল। অর্থাৎ, এক মাসের ব্যবধানে এলএমইতে ব্যবহারিক ধাতুটির দাম টনপ্রতি ২২৬ ডলার বেড়েছে।
আনন্দবাজার/ইউএসএস