ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৮টি খাতে

গেল সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধি পেয়েছে ১৮টি খাতে। অপরদিকে দর কমেছে ২টি খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সেবা-আবাসন খাতে। এই খাতে দর বেড়েছে ১২.৮ শতাংশ। ৭.৭ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে সিরামিক খাতড়ে। এরপর তালিকার ‍তৃতীয় স্থানে থাকা প্রকৌশল খাতে দর বেড়েছে ৩.৯ শতাংশ।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে আইটি খাতে ৩.৮ শতাংশ, পাট খাতে ৩.৬ শতাংশ, সাধারণ বিমা খাতে ৩.৫ শতাংশ, বিবিধ খাতে ৩.৪ শতাংশ, ওষুধ খাতে ২.৪ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৯ শতাংশ, আর্থিক খাতে ১.৯ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১.৮ শতাংশ, ব্যাংক খাতে ১.৫ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ১.৩ শতাংশ, কাগজ খাতে ১.২ শতাংশ, বস্ত্র খাতে ১.১ শতাংশ, ট্যানারি ও খাদ্য খাতে দশমিক ৭ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৪ শতাংশ দর বেড়েছে।

এদিকে দর কমেছে ২টি খাতে। জীবন বিমা খাতে ১.২ শতাংশ ও সিমেন্ট খাতে ১.৩ শতাংশ দর কমেছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন