ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের ব্যাবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৪৬ লাখ ৫২ হাজার টাকার।

এছাড়া সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৯৪ লাখ ৫৯ হাজার ৪৩৬টি শেয়ার হাতবদল করেছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ তালিকার দ্বিতীয় স্থানে আছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির লেনদেন হয়েছে ১ কোটি ৬৪ লাখ ৫৪ হাজার টি শেয়ার। যার আর্থিক মূল্য ১২৮ কোটি ৬ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে আছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি। সপ্তাহজুড়ে কোম্পানিটির লেনদেন হয়েছে কোম্পানিটির ৫ কোটি ২ লাখ ৮৮ হাজার ৮১৬টি শেয়ার। যার আর্থিক মূল্য ১১৫ কোটি ৬৯ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে : ব্রাক ব্যাংক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ও এডিএন টেলিকম লিমিটেড।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন