ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গুয়েতেমালায় ভূমিধসে নিহত বেড়ে ১৫০

মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় সামুদ্রিক ঝড় ‘ইতা’র প্রভাবে সৃষ্ট বর্ষণ ও ভূমিধসে  নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০ জনে। এখন পর্যন্ত সন্ধান মিলছে না অনেকেরই।

গুয়েতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো জিয়াম্মাত্তি জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে অর্ধেকই একটি শহরের, যেখানে ভূমিধসের ঘটনা ঘটেছে। তাছাড়া অন্তত ২০টি বাড়ি কাদা মাটির নিচে চাপা পড়েছে। খারাপ আবহাওয়ার পাশাপাশি বন্যার কারণে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে। তিনি জানান, মাত্র একটি হেলিকপ্টার নিয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার ১৪০ মাইল বাতাসের বেগে পার্শ্ববর্তী নিকারাগুয়ায় আঘাত হাতে ‘ইতা’। তারপর ঝড়টি শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে গুয়েতেমালার দিকে এগিয়ে যায়।

ঝড়ের পর সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আলেজান্দ্রো বলেছেন, অর্ধেক দিনেরও কম সময়ে পুরো মাসের বৃষ্টিপাত হয়েছে। তীব্র বর্ষণের কারণে উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত শহর স্যান ক্রিস্টোবাল ভেরাপাজসহ অন্যান্য এলাকায় পৌঁছাতে পারছেন না। যে কারণে এ মুহূর্তে পায়ে হেঁটে যাওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন