ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পেনসিলভেইনিয়ায় এগিয়ে বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেনসিলভেইনিয়ায় ট্রাম্পের চেয়ে আরও এগিয়ে গেলেন জো বাইডেন। ট্রাম্পের চেয়ে ২৭ হাজার ১৩০ ভোটে এগিয়ে গেছেন বাইডেন।

আলগেইনির নির্বাহী কর্মকর্তা রিচ ফেটজেরাল্ড জানিয়েছেন, ৯ হাজার ২৮৮ ভোট গণনার পর দেখা গেছে বাইডেন পেয়েছেন ৭ হাজার ৩০০ ভোট এবং ট্রাম্প পেয়েছেন ১ হাজার ৮৭৫ ভোট। এর আগে শুক্রবার দুপুরে রাজ্যটিতে ট্রাম্পের চেয়ে ১৩ হাজার ৫৫ ভোটে এগিয়ে ছিলেন বাইডেন।

পেনসিলভেইনিয়ায় রাজ্যে ২০টি ইলেকটোরাল ভোট রয়েছে। এখন পর্যন্ত ভোট গণনা হয়েছে ৯৬ শতাংশ। মোট ভোটের ৪৯ দশমিক ৬ শতাংশ পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৯ দশমিক ২ শতাংশ ভোট।

এখন পর্যন্ত ২১৪ ইলেকটোরাল ভোট পেয়েছেন ট্রাম্প। অন্যদিকে ২৫৩ ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন বাইডেন। পেনসিলভেইনিয়ায় জয়ী হলেই নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টিরও বেশি ইলেকটোরাল ভোট পেয়ে যাবেন বাইডেন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন