দীর্ঘদিন ধরেই চীন ও অস্ট্রেলিয়ার মধ্যে ভেতরে ভেতরে ক্ষোভ ও অবিশ্বাস তৈরি হচ্ছিল। চলতি বছরে এসে করোনা মহামারীর কারণে সেটা রীতিমতো বাণিজ্য বিরোধে রূপ নিয়েছে। পরপর অস্ট্রেলীয় পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ও বাড়তি শুল্ক আরোপ করছে বেইজিং।
সেই ধারাবাহিকতায় চীন সরকার এবার অস্ট্রেলিয়ান গম আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের চিন্তাভাবনা করছে।
চীন এরই মধ্যে অস্ট্রেলিয়া থেকে যব ও অন্যান্য পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ বছরের শুরুর দিকে নভেল করোনাভাইরাসের উৎস খুঁজে বের করতে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানানোর পর চীন-অস্ট্রেলিয়া সম্পর্কের আরো অবনতি ঘটে।
ভাইরাসটি প্রথম শনাক্ত হয়েছিল চীনের উহান শহরে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ‘অস্ত্র পরিদর্শকের মতো’ ক্ষমতা প্রদানের আহ্বান জানিয়েছিলেন। এমন টানাপড়েনের মূলে ছিল অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ বিষয়ে ক্রমবর্ধমান চীনা হস্তক্ষেপের অভিযোগ। যদিও চীন এ অভিযোগ অস্বীকার করেছে।
অস্ট্রেলিয়া থেকে গম আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হলে দুই দেশের মধ্যে বছরে ৩৯ কোটি ৪০ লাখ ডলারের বাণিজ্য ঝুঁকিতে পড়বে। গত সপ্তাহে চীনা কর্তৃপক্ষ ঘোষণা করেছিল, তারা অস্ট্রেলিয়ান সংস্থা এমারাল্ড গ্রেইন ও টিম্বার থেকে খাদ্যপণ্য আমদানি স্থগিত করবে। তাদের ভাষ্য, চীনা পরিদর্শকরা কিছু কার্গোতে অগ্রহণযোগ্য মাত্রায় দূষিত পদার্থ ও পোকামাকড় পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আনন্দবাজার/ইউএসএস