দেশব্যপী করোনাকালের সঙ্কটজনক পরিস্থিতিতে চট্টগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে শুক্রবার (৬ নভেম্বর) সকালে। দুই মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ হোমিও চিকিৎসকগণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করবেন।
জানা যায়, নগরীর চকবাজার নবাব সিরাজউদ্দৌলা সড়কের বিজ্ঞান ভবনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজক অধ্যক্ষ ডা. আবদুল করিম ফাউন্ডেশন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকবাজার ১৬ নং ওয়ার্ডের ৬ বারের নির্বাচিত চশিক কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু। প্রধান অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড চট্টগ্রাম বিভাগীয় সাবেক সরকার প্রতিনিধি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি ডা: সালেহ আহম্মদ সুলেমান।
ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত করেন বিশিষ্ট চিকিৎসক ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডাঃ আবদুল করিম। এছাড়া বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ, অধ্যাপক, প্রভাষক ও মেডিকেল অফিসারগণ এবং অসংখ্য মানুষ সেখানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফ্রি মেডিকেল ক্যাম্পে সিরিয়ালের জন্য যোগাযোগ নম্বর ০১৮৫২৫৮০৬০৬। বিভিন্ন ধরণের জটিল ও পুরাতন রোগিদের চিকিৎসা সেবা গ্রহণের জন্য উদ্যোক্তা সংস্থা অধ্যক্ষ ডা. আবদুল করিম ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
আনন্দবাজার/শাহী