ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়তে পারে রাবারের দাম

প্রাকৃতিক রাবারের চাহিদা ও সরবরাহের ভারসাম্য বিঘ্নিত হওয়ায় থাইল্যান্ডের বাজারে পণ্যটির দাম বাড়তে শুরু করেছে।এরই মধ্যে দেশটিতে প্রতি কেজি রফতানিযোগ্য রাবারের দাম আড়াই ডলার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে রাবার অথরিটি অব থাইল্যান্ড (আরএওটি)।

মূল্যবৃদ্ধির এ হার অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশটিতে প্রাকৃতিক রাবারের কেজি ৩ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

আরএওটির গর্ভনর নারকোন তাঙ্গাভিরাপাত জানান, চলতি সপ্তাহে থাইল্যান্ডের বাজারে প্রতি কেজি রফতানিযোগ্য প্রাকৃতিক রাবার ৮১ বাথ (থাই মুদ্রা) বা ২ ডলার ৬০ সেন্টে বিক্রি হয়েছে। চাহিদার বিপরীতে সরবরাহ যে হারে কমছে তাতে শিগগিরই প্রতি কেজি রফতানিযোগ্য প্রাকৃতিক রাবারের দাম ১০০ বাথ বা ৩ ডলার ২১ সেন্ট ছাড়াতে পারে।

তবে ২০২০ সালের একেবারে শেষদিকে গিয়ে থাইল্যান্ডের বাজারে প্রাকৃতিক রাবারের দাম কমে আসতে পারে বলে মনে করছেন নারকোন তাঙ্গাভিরাপাত।

তিনি মনে করেন, বছরের শেষে থাইল্যান্ডের বাজারে প্রতি কেজি প্রাকৃতিক রাবারের দাম ৭০ বাথ বা ২ ডলার ২৪ সেন্টে নেমে আসার সম্ভাবনা রয়েছে। তবে এজন্য অভ্যন্তরীণ ও রফতানি বাজারে বাড়তি চাহিদার চাপ সামলাতে পণ্যটির সরবরাহ বাড়ানোর ওপর মনোযোগ দিতে হবে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন