যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে নিউইয়র্কের বিক্ষোভ থেকে নারীসহ অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট নির্বাচনে প্রত্যেকটি ভোট গণনার দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ করা হয়েছে।
নিউইয়র্ক পুলিশ জানায়, বিক্ষোভে আগুন জ্বালিয়ে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে বিক্ষোভকারীরা। এছাড়াও পুলিশকে লক্ষ্য করে তারা আবর্জনা ও ডিম নিক্ষেপ করে। এরপরই সেখান থেকেই অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে এক নারী নিউইয়র্ক পুলিশের কর্মকর্তাকে ‘ফ্যাসিবাদী’ বলে তার শরীর লক্ষ্য করে থুথু দেন। এর আগে ম্যানহাটনের ওয়াশিংটন স্কয়ার পার্কে প্রেসিডেন্ট নির্বাচনের প্রত্যেকটি ভোট গণনার দাবিতে কয়েকশ মানুষ বিক্ষোভ-সমাবেশ করে।
আন্দবাজার/এম.কে