ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাজ্য ও বেলজিয়াম থেকে চীন ভ্রমণে নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্য ও বেলজিয়াম থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার চীন। দেশটির কর্তৃপক্ষ জানায়, চীনের নাগরিক নয়, এমন কেউ দেশ দুটি থেকে আপাতত চীনে প্রবেশ করতে পারবে না। খবর : এএফপি।

এ বিষয় নিয়ে যুক্তরাজ্যে চীনের দূতাবাসের পক্ষ থেকে এ বিজ্ঞপ্তি জারি করা হয়। একই ধরণের ঘোষণা দিয়েছে চীনের বেলজিয়াম দূতাবাসও। ইউরোপে করোনার দ্বিতীয় ধাক্কা শুরুর পর থেকে সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে চীন।

উল্লেখ্য, গত বছরের শেষে দিকে চীনের উহান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। তবে দেশটি কোভিড-১৯ সংক্রমণ বন্ধ রাখতে সাধারণের চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করে দ্রুত সময়ের মধ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন