ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হলিউডের সিনেমায় হৃতিক

বলিউড এর গ্ল্যামারাস অভিনেতা হৃতিক রোশনের অভিষেক হতে যাচ্ছে হলিউডে। সব ঠিক থাকলে ‘কৃষ ফোর’ ছবির কাজ শেষ করেই নতুন জগতে পা রাখবেন তিনি।

গুঞ্জনধর্মী শোনা যাচ্ছে, গোয়েন্দাধর্মী একটি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করতে পারেন ৪৬ বছর বয়সী এই তারকা। ইতিমধ্যে তিনি অডিশন দিয়েছেন।

জানা যায়, নামজাদা একটি প্রতিষ্ঠান বড় বাজেটে প্রযোজনা করবে ছবিটি।

এ বছরের শুরুতে আমেরিকার এজেন্সি জার্শ-এর সাথে চুক্তিবদ্ধ হন হৃতিক। এর মাধ্যমে পশ্চিমে পা বাড়ানোর আভাস দেন তিনি।

এদিকে, মিড-ডে এক প্রতিবেদনে জানায়, অডিশনের টেপ দুই সপ্তাহ আগে লস অ্যাঞ্জেলেসে পাঠিয়ে দিয়েছেন হৃতিক। যদিও তার ম্যানেজার অমৃতা সেন মুখ বন্ধ রেখেছেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন