নীলফামারীর ডিমলায় অবৈধ দখলদার কাছ থেকে খাল বিল নদী নালা উদ্ধারের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জেলেদের লিখিত অভিযোগ।
বুধবার বিকেলে উপজেলার মৎসজীবী পরিবারের সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে খাল বিল নদী নালা দখদারদের উচ্ছেদ, খাল বিল নদী নালা অবমুক্ত ও মৎস আইন অনুযায়ী জলাশয় হতে মাছ ধরার দাবিতে শতাধিক মৎসজীবীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাবি পেশ করেন।
উল্লেখ্য গত (৩ নভেম্বর) মৎসজীবী সমিতির লোকজন উপজেলার বুড়িতিস্তা নদীর শৈল্লারঘাট এলাকায় মাছ শিকার করতে গেলে বুড়ি তিস্তা নদীর অবৈধ দখলদাররা মাছ শিকার করতে বাধা প্রদান করে এবং জেলেদেরকে শারীরিক নির্যাতনসহ তাদের মাছ শিকারের জাল ছিড়ে দেয়। এ সময় জেলেদের শিকারকৃত মাছ ও ৫টি বাইসাইকেল লুটপাট করে নিয়ে যায় বলে দাবি করেন, উপজেলা মৎসজীবী সমবায় সমিতির সভাপতি অভিলাশ চন্দ্র রায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, মৎসজীবী সমবায় সমিতির একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আনন্দবাজার/শাহী/লোহানী