ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কমছে বীজ আলুর মজুদ

বেশি দাম পাওয়ায় বীজ আলু বিক্রি করে দিচ্ছেন কৃষক ও হিমাগার ব্যবসায়ীরা। ফলে কমে আসছে বীজ আলুর মজুদ। বাজারে এখন আলুর দাম স্বাভাবিক সময়ের চেয়ে ২০-২৫ টাকা বেশি। 

কৃষি মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, চলতি সপ্তাহে আলুবীজ মজুদের পরিমাণ সাড়ে ৭ লাখ টনে নেমে এসেছে। এর মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের অধীন হিমাগারগুলোয় বীজআলু মজুদ রয়েছে প্রায় ৪০ হাজার টন। যদিও গত অর্থবছরেও দেশে আলুবীজের চাহিদা ছিলো প্রায় আট লাখ টন।

চলতি বছর দাম বেশি থাকায় এ চাহিদা আরও ৫০ হাজার টন বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেই হিসেবে বর্তমানে দেশে বীজ আলুর মজুদ আছে সম্ভাব্য চাহিদার চেয়েও এক লাখ টন কম।

চলতি বছর আলুর ভালো দামের কারণে কৃষক পর্যায়ে পণ্যটির উৎপাদন বৃদ্ধিতে উৎসাহ বাড়তে পারে। প্রত্যাশিত চাহিদার চেয়ে এবার চাহিদা আরও বাড়তে পারে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন